আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  বিকাল ৪:৩৮

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রতিযোগিতা

 

দৃষ্টি নিউজ:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফটোগ্রাফিক সোসাইটির উদ্যোগে ‘অ্যাপারচার ১.০’ শিরোনামে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের বিজয় অঙ্গনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

এ সময় মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. এএসএম সাইফুল্লাহ, অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ ও মো. মনিরুজ্জামান মুজিব, সভাপতি তামান্না তাসনিম, সাধারণ সম্পাদক মো. মোতাহাসিন তাকিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় প্রায় দুইশ’ আলোকচিত্র যাচাই-বাছাই শেষে মাভাবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি জুরি বোর্ড সেরা ত্রিশটি আলোকচিত্র প্রদর্শন করা হয়। আলোকচিত্র প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno