আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৪:৩০

ভাসানী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।

মঙ্গলবার(১৪ ডিসেম্বর) আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পার্ঘ অর্পণ, সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, মোমবাতি প্রজ্বলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।


বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান দিবসের প্রথম প্রহরে ওই কর্মসূচির উদ্বোধন করেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার(বাসস) চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আআমস আরেফিন সিদ্দিক।


মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর(অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান।

স্বাগত বক্তব্য রাখেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য অভিনেত্রী শমী কায়সার ও অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী সম্পা।


সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে বিজয়ের পূর্ব মূহুর্তে পাক-হানাদার বাহিনীরা নিজেদের পরাজয় বুঝতে পেরেই এদেশের বুদ্ধিজীবীদের নির্বিচারে নির্মমভাবে হত্যা করে।


কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোষ্ট, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বঙ্গবন্ধু পরিষদ, ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno