আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ২:২৩

ভাসানী বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র বিসিএস ক্যাডার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে স্বতন্ত্র বিসিএস টেক্সটাইল ক্যাডারের দাবিতে মানববন্ধন অনুুষ্ঠিত হয়েছে। রোববার(১৮ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রত্যয়-৭১ থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত দীর্ঘ এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মনববন্ধনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. ইকবাল মাহমুদ, সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান, একেএম আয়াতুল্লাহ হোসনে আসিফ, প্রীতি সরকার, প্রভাষক মো. জায়েদুল হাসান ও মো. আজহারুল ইসলামসহ বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে টেক্সটাইল একটি টেকসহ খাত। দেশের মোট রপ্তানি আয়ের ৮৪ ভাগ আসে এই খাত থেকে এবং জিডিপিতে এর অবদান ১৩%। নির্ভরযোগ্য সেক্টর হিসেবে কাজ করা সত্বেও টেক্সটাইল সেক্টরের জন্য বিসিএস ক্যাডার পদের সংস্থান দেশের সরকারি চাকুরি ব্যবস্থায় নেই। বক্তারা টেক্সটাইল খাতকে আরও বেশি শক্তিশালী করা এবং দেশের অর্থনৈতিক সূচক বৃদ্ধিতে বিভিন্ন মন্ত্রণালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno