আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:১৩

ভূঞাপুরে চার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দি বাজারে মূল্য তালিকা না থাকা ও ফ্রিজে বাসী খাবার সংরক্ষণ না করার অপরাধে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার(২ এপ্রিল) টাঙ্গাইলে কর্মরত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলমের নেতৃত্বাধীন বাজার তদারকি টিম ওই জরিমানা আদায় করেন।


বাসী খাবার ফ্রিজে সংরক্ষণ না করার দায়ে মেসার্স বিসমিল্লাহ হোটেলকে পাঁচ হাজার টাকা, মেসার্স মৌচাক মিষ্টিঘরকে দুই হাজার, মূল্য তালিকা না থাকায় মেসার্স ভাই ভাই ব্রয়লারকে তিন হাজার ও মেসার্স রুবেল পোল্ট্রি হাউজকে তিন হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা ধার্য ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম জানান, তদারকি মূলক অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।


তিনি আরও জানান, অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাকলাপ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়। ব্যবসায়ীদের বিকিকিনির রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন করতে হ্যান্ড মাইকে প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno