আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ৪:১৩

ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে ভূঞাপুরে মরা গরুর মাংস বিক্রির দায়ে হাসমত মন্ডল(৪৪) নামে একজ ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী (কসাই) গোবিন্দাসী ইউনিয়নের হামিদ মন্ডলের ছেলে।

শনিবার (১৫ এপ্রিল) রাত ১০টার দিকে ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া মিঞা বাড়ি মোড়ে মাংস বিক্রির সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতারের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই ব্যবসায়ীকে কারাদণ্ড প্রদান করেন।


জানাগেছে, মাংস ব্যবসায়ী হাসমত মন্ডল দীর্ঘদিন ধরে অসুস্থ ও মরা গরু সংগ্রহ করে সেই মাংস বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। শনিবার রাতে অলোয়ার মিঞাবাড়ি মোড়ে বাজার দরের চেয়ে কম দামে গরুর মাংস বিক্রি করায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। পরে মরা গরুর মাংস বিক্রির বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়।

ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেপ্তার করে। এ সময় মাংস ব্যবসায়ী হাসমত মন্ডল মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করেন।


ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বেলাল হোসেন জানান, মরা গরুর মাংস বিক্রি করার খবর পেয়ে ভেটেনারি সার্জনসহ ঘটনাস্থলে গিয়ে মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। পরে ওই মাংস ব্যবসায়ী মরা গরুর মাংস বিক্রির কথা স্বীকার করায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno