আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ২:১৩

ভূঞাপুরে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে ‘সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষে প্রধানমন্ত্রীর কাছে স্মরকলিপি দিয়েছে ভূঞাপুর সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীনের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন বাস্তবায়ন কমিটির সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, সদস্য সচিব ও লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন।

এ সময় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য ও ভূঞাপুর সম্মিল্লিত সাংস্কৃতিক জোটের সভাপতি নিখিল চন্দ বসাক, বীর মুক্তিযোদ্ধা গবেষক ও অধ্যাপক শফিউদ্দিন তালুকদার, সাংস্কৃতিক সংগঠক আব্দুল করিম খান, সঙ্গীত শিক্ষক সেলিম

পারভেজ ও মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক কর্মী আলী রেজা, কাউসার হোসেন খান, হাসান সরোয়ার লাভলু, আব্দুল লতিফ তালুকদার এবং সাংবাদিকদের মধ্যে ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল,

সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংবাদিক আলীম আকন্দ, সৈয়দ সরোয়ার সাদী রাজু, জুলিয়া পারভেজ, ফরমান শেখ, মামুন, আরিফুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলাকে সাংস্কৃতিক নগরী হিসেবে ঘোষণা করেছেন। স্মারকলিপিতে বাস্তবায়ন কমিটি ৫টি নাম প্রস্তাব করেছেন।

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামগুলোর মধ্যে রয়েছে- বঙ্গবন্ধু সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, শেখ কামাল সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, জয় বাংলা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno