আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১১:১৭

ভূঞাপুরে স্কাউটের জনক বেডেন পাওলের জন্মদিন উদযাপিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্কাউটের আয়োজনে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিবস বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) বিকালে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও কাবদলের সদস্য সহ স্কাউট লিডাররা।
উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্কাউট কমিশনার মো. মহীউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ। আলোচনায় অংশ নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলমগীর সরকার, স্কাউট সাধারণ সম্পাদক আব্দুল হালীম প্রমুখ।
প্রকাশ, ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বিপি এই আন্দোলনের শুরু করেন। ১৯৭২ সালের ৮-৯ এপ্রিল সারাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে গঠন করেন বাংলাদেশ স্কাউট সমিতি। ওই বছরের ৯ সেপ্টেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতির ১১১ নং অধ্যাদেশ বলে (১১ সেপ্টেম্বর ১৯৭২, সোমবার) উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে। এর আগে প্রবীণ স্কাউটার সলিমুল্লাহ ফাহমীর নেতৃত্বে ২২মে ১৯৪৮ সালে ঢাকায় গঠিত হয়েছিল ইস্ট বেঙ্গল স্কাউট অ্যাসোসিয়েশন। বিশ্ব স্কাউট সংস্থা (WOSM) ১৯৭৪ সালের ১ জুন বাংলাদেশ স্কাউট সমিতিকে ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি দেয়। তবে ১৯৭৮ সালের ১৮ জুন পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় সমিতির নাম বদলে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। মেয়েদের সুযোগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাউন্সিল ১৯৯৪ সালের ২৪ মার্চ একাদশ সভায় বিশ্ব স্কাউট সংস্থার অনুমোদনক্রমে গার্ল-ইন-স্কাউটিং চালু করে বাংলাদেশে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno