আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ১১:৩৭

ভূঞাপুরে ২০ শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজের উম্মুক্ত বিশ^ বিদ্যালয় শাখার এইচএসসি প্রথম সেমিস্টার পরীক্ষা দিতে পারেনি ২০ পরীক্ষার্থী। কলেজ কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটেছে।
জানাগেছে, প্রোগ্রাম অনুযায়ী ১৩ এপ্রিল উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষা কেন্দ্র কালিহাতী কলেজে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে তাদের পরীক্ষা গত ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। পরে তারা আবার লোকমান ফকির মহিলা কলেজে এসে কাউকে না পেয়ে ক্ষুব্দ হয়ে ওঠে।
গত ৯ জানুয়ারি কলেজের নোটিশ বোর্ডে টাঙানো নোটিশ অনুযায়ী ১৩ এপ্রিলই ‘উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন’ বিষয়ে পরীক্ষা। কিন্তু গত ১৫ জানুয়ারি নতুন করে একটি সংশোধনী দেয়া হলেও তা পরীক্ষার্থীরা পায়নি।
পরীক্ষার্থী মারিয়া আক্তার ও মালেকা জানান, তাদের সাথে কলেজ প্রতারণা করেছে মানবিকে ভর্তি হতে চাইলেও বই দিয়েছে মানবিকের কিন্তু পরীক্ষার অ্যাডমিট কার্ড দিয়েছে ব্যবসায় শাখার।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী মিয়া জানান, নতুন কোন সংশোধনী তারা পাননি আর এটা তাদের দ্বায়িত্বের মধ্যেও পড়েনা।
পরে পরীক্ষার্থীরা এই অব্যস্থাপনার প্রতিকার চেয়ে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno