আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১২:২৫

মধুপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের তিন দিনব্যাপী ১২৫ বছর পূর্তি উৎসব

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরে গারো ব্যাপ্টিস্ট কনভেনশনের ১২৫ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার(১৯ জানুয়ারি) দ্বিতীয় দিনে নানা কর্মসূচি পালন করা হয়। রোববার(২০ জানুয়ারি) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ কর্মসূচি সম্পন্ন হবে।
এর আগে, শুক্রবার (১৮ জানুয়ারি) র‌্যালি, আলোচনা সভা, ধর্মীয় সভা, মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়িয়ে এ উৎসব শুরু হয়। ওইদিন রাতে গারো ব্যাপ্টিস্ট কনভেনশন উপলক্ষে ভূটিয়া কেন্দ্রীয় মলাজানী সার্কিট অফিস প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কনভেনশনের সভাপতি পাস্টার প্রদীপ সাংমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু। বিশেষ অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, সাবেক ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বেনু, বেরীবাইদ ইউপি চেয়ারম্যান জুলহাস উদ্দিন, শোলাকুড়ি ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান ফজলুল হক ও মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কনভেনশনে স্বাগত বক্তব্য রাখেন, কনভেনশনের সাধারণ সম্পাদক হারুণ সিমসাং।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno