আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১০:৩৯

মধুপুরে হঠাৎ কালবৈশাখীর থাবায় ব্যাপক ক্ষয়ক্ষতি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার(১৯ এপ্রিল) ভোরে ৪-৫ মিনিটের ঝড়ে কাঁচা-পাকা ঘর ভেঙে পড়াসহ টিনের চালা উড়ে গেছে।

এছাড়া কলা ও কাঠাল গাছ, আমের মুকুল, লিচু ও উঠতি জমির বোরো ধানের চারা সহ বিভিন্ন জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোথাও কোথাও গাছ উপড়ে পড়ে গেছে। সেই সঙ্গে কোন কোন এলাকাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের খবরও পাওয়া গেছে। বাতাসের পর পরেই বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বৈশাখের শুরুতেই হঠাৎ করে ধমকা হাওয়া নিয়ে কালবৈশাখীর থাবায় আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ। হঠাৎ বয়ে যাওয়া এমন ঝড় হাওয়াকে প্রকৃতির অশনি সংকেত বা বড় ধরনের কালবৈশাখী ঝড়ের আশংকা করছে অনেকেই।

মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু বলেন, ‘উপজেলার ভবানীটেকী, কুন্দার পাড়, মসজিদচালা, ব্রাহ্মনবাড়ী, কুঁঠাল পাড়া, বিষ্ণাইপালসহ আশে পাশের এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে।

মাত্র ৪-৫ মিনিট ঝড় হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক! ঝড়ে ঘরবাড়ি, গাছপালা, বৈদ্যুতিক লাইন, মৌসুমি ফল সহ ফসলের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এসব এলাকার অনেক কাঁচা-পাকা টিনের ঘরবাড়ি ভেঙে পড়াসহ টিনের চালা উড়ে গেছে। ভেঙে ও উপড়ে পড়েছে বসতবাড়ি ছাড়াও বিভিন্ন সড়কের দুই পাশের ছোট বড় বেশকিছু গাছপালা।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno