আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৭:০২

মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবী হযরত মুহাম্মদ(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদ ও ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদ।

সোমবার (২ নভেম্বর) সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা কওমী ওলামা পরিষদের আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এরআগে বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমেবত হয়। সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে এসে শেষ হয়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা কাওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আ. আজিজ, সাধারণ সম্পাদক মুফতী শামছুল হক, সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, শাইফুল হাদিস, মুফতী আশরাফুজ্জামান কাসেমী, মাওলানা শামছুজ্জামান, যুগ্ম-

সম্পাদক মুফতী আ. রহমান, সদর উপজেলার সভাপতি মাওলানা মো. শামছুদ্দিন শাহানুর, সাধারণ সম্পাদক মাওলানা মো. আরিফুর রহামন হাবিবী, প্রচার সম্পাদক

আব্দুল হাকিম, টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফারহাদ ইকবাল, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর প্রমুখ।

এ সময় বিক্ষোভ মিছিলে দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়।

সমাবেশে বক্তারা ফ্রান্সের সকল পণ্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করার দাবি জানান। পাশপাশি ফ্রান্সের প্রেসিডেন্টের দেওয়া ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে বিশ্ববাসীর কাছে ক্ষমা প্রার্থনা না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno