আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:২৪

মহান মুক্তিযুদ্ধের গবেষক শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

মহান মুক্তিযুদ্ধ ও ফোকলোর বিষয়ক গবেষক-লেখক, শিক্ষক শফিউদ্দিন তালুকদারের স্মরণসভা শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বাকশিস ভূঞাপুর উপজেলা শাখা আয়োজিত ওই স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি।


স্মরণসভার উদ্বোধন করেন- পৌর মেয়র ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।
বাকশিস ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মো.আব্দুল অদুদ মিঞার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ভূঞাপুর

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি(১) নূরুল ইসলাম তালুকদার মোহন, বাকশিস টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. আজাহার আলী মিঞা, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাসান আলী সরকার, শেহাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শামসুল আলম, শমসের ফকির ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো. আব্দুস সাত্তার, শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু সা’দত।


স্মরণসভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও প্রাবন্ধিক অধ্যাপক শংকর দাশ, বাকশিসের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মির্জা মহীউদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (প্রশাসন) মো. শওকত আলম, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের

যুগ্ম-সম্পাদক সাহিনুল ইসলাম তফদার বাদল, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানী রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জলিল আকন্দ প্রমুখ। সভায় স্মারক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno