আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সন্ধ্যা ৬:১৫

মাটি ব্যবসায়ীর তিন লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চাঁনপুর এলাকায় নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির দায়ে তিন মাটি ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

সোমবার(১২ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ওই জরিমানা করেন।

জানা যায়, মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের চাঁনপুর নদীর পাড় থেকে দীর্ঘদিন ধরে কয়েকজন অসাধু ব্যবসায়ী মাটি কেটে বিক্রি করছিল। খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে চাাঁনপুর গ্রামের রইজ উদ্দিনের ছেলে মিলন দেওয়ান, বেলতৈল গ্রামের তোতা শিকদারের ছেলে আলহাজ্ব শিকদার ও গোড়াই গ্রামের তারিফ মিয়ার ছেলে মোস্তফার ট্রাক আটক করেন বিচারক।

পরে প্রত্যেকের কাছ থেকে এক লাখ করে মোট তিন লাখ টাকা জরিমানা আদায় করেন তিনি।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক জুবায়ের হোসেন জানান, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno