আজ- ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ১২:৫৯

মির্জাপুরে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

 

দৃষ্টি নিউজ:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়ায় টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মির্জাপুর উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা যায়, টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনে ২ লাখ ৫৬ হাজার ৪৪৯ জন ভোট প্রয়োগ করেন। আইনানুযায়ী ৩২ হাজার ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। এখানে আওয়ামী লীগের জয়ী প্রার্থী মো. একাব্বর হোসেন এক লাখ ৬৪ হাজার ৫৯১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ৮৭ হাজার ৯৪৯ ভোট। জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম পেয়েছেন ৩১৭ ভোট। খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান পেয়েছেন ১১৩ ভোট, ইসলামী আন্দোলনের শাহিনুর ইসলাম এক হাজার ৯৭ ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) রুপা রায় চৌধুরী পেয়েছেন ১৫৮ ভোট।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামছুজ্জামান বলেন, নির্বাচনে পড়া ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় চারজনের জামানত বাজেয়াপ্ত হবে। তারা হচ্ছেন, জাতীয় পার্টির মো. জহিরুল ইসলাম, খেলাফত মজলিসের সৈয়দ মজিবর রহমান, ইসলামী আন্দোলনের শাহিনুর ইসলাম ও প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) রুপা রায় চৌধুরী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno