আজ- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১০:৫১

মির্জাপুরে ছয় বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে শাহিন মোল্লা নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ ওঠেছে। শুক্রবার(৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত শাহিন মাঝালিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। তিনি কাঁচা শাক-সবজির ব্যবসায়ী ছিলেন।
জানা যায়, বৃহস্পতিবার(৬ সেপ্টেম্বর) বিকালে মাঝালিয়া গ্রামে পাশের বাড়ির ছয় বছরের এক শিশু শাহিন মোল্লার ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে শাহিন মোল্লা শিশুটির শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ অভিযোগে সন্ধ্যায় ওই গ্রামের সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে স্থানীয় স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে বিচার না করে সুমন, অয়ন, ইজাজসহ তাদের সঙ্গীরা প্রকাশ্যে লাঠি দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় শাহিনের স্ত্রী রেহেনা বেগম প্রতিবেশি অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই আমজাদ হোসেন বাঁধা দিলে তারা তাকেও পিটিয়ে আহত করে। আহত শাহিনকে ভ্যানে হাসপাতালে নেয়ার সময়ও তারা বাঁধা দেয়। পরে থানা পুলিশকে খবর দিলে মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিম গিয়ে আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলার জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার রাত ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno