আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  দুপুর ১:২৭

মির্জাপুরে ব্যতিক্রমী স্বাস্থ্য মেলা

 

দৃষ্টি নিউজ:


স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতি পাওয়ার আনন্দে টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ব্যতিক্রমী স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। শনিবার(২৪ মার্চ) সকালে হাসপাতালের বহিঃবিভাগের ডেন্টাল ইউনিটের সামনে পাঁচটি স্টলের মাধ্যমে তারা আগতদের সেবা ও পরামর্শ দিয়েছেন।
মেলার উদ্বোধন করেন, কুমুদিনী হাসপাতালের পরিচালক ড. দুলাল চন্দ্র পোদ্দার। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম।
কুমুদিনী হাসপাতালের পরিচালক ড. দুলাল চন্দ্র পোদ্দার জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলা স্বাস্থ মেলার স্টলে মহিলাদের ফিস্টুলা রোগের চিকিৎসা, চোখের ছানি অপারেশন, গর্ভকালীন মায়ের সেবা ও পরিবার-পরিকল্পনা বিষয়ক পরামর্শ, শিশুদের চিকিৎসা ও দাঁতের চিকিৎসা এবং প্রতিবন্ধীদের চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। এছাড়া কুমুদিনীতে সদ্য যোগ হওয়া কিডনি ডায়ালাইসিস সেন্টার ও মুমুর্র্ষূ রোগীদের নিবিড় পরিচর্যা কেন্দ্র(আইসিইউ) সম্পর্কে বিস্তারিত তথ্য ও পরামর্শ দেয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno