আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:১১

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

দৃষ্টি নিউজ:

‘মুক্তিযুদ্ধের চেতনাই আমাদের শক্তি’ স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মামুন তরফদার ও সাহিত্য সম্পাদক জেডআই মোস্তফার সম্পাদনায় ‘স্বাধীন দেশ পত্রিকা’র মোড়ক উন্মোচন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদ শুক্রবার(২৯ জুলাই) বিকাল ৪ টায় ভূঞাপুর পৌর সভার ইবরাহীম খাঁ সরকারি কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সভাপতি ও সাবেক যুগ্ম-সচিব শফিকুল ইসলাম মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ।

আলোচক ছিলেন- একাত্তরের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বীরপ্রতীক, বীর মুক্তিযোদ্ধা কেএম আবদুস সালাম, বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক ডিপটি, একাত্তরের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno