আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৩:৩৯

মুক্তিযোদ্ধাদের ডেঙ্গু নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

 

দৃষ্টি নিউজ:

‘নিজ আঙিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু নিধন ও শহর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার(৮ আগস্ট) দুপুরে টাঙ্গাইল পৌরসভার সহযোগিতায় জেলার বীর মুক্তিযোদ্ধারা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এডিস মশা নিধন ও শহর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। এ সময় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিছুর রহমান(দাদু ভাই), টাঙ্গাইল মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের আহ্বায়ক খন্দকার আনোয়ার হোসেন, সদস্য সচিব শাহজাহান চৌধুরী শুকুর, মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল ইউনিট কমান্ডার জাহাঙ্গীর হোসেন তালুকদার, জেলা ইউনিট কমান্ডার মোকাদ্দেছ আল মামুন প্রমুখ।

কর্মসূচিতে টাঙ্গাইলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বীর মুক্তিযোদ্ধারা অভিযানে অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno