আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:২১

যমুনায় ইলিশ ধরায় ১৯ জেলের দণ্ড

 

দৃষ্টি নিউজ:

যমুনা নদীর টাঙ্গাইল সদর উপজেলা অংশে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯ জেলেকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(২১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এ সময় ইলিশ মাছ কিনতে আসা স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলা ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার পরিচয়দানকারী মো. হুমায়ুন নামে এক ভুয়া সাংবাদিককেও গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠিয়েছে ভ্রম্যমান আদালত।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম এবং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা সমন্বয়ে গঠিত ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, রোববার(২০ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ১৯জেলেকে গ্রেপ্তার করা হয়।

নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরার খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে ১৯জনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল-হাজতে পাঠানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno