আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:০৭

যোগ্য কর্মীই নেতা হওয়ার প্রথম শর্ত :: এমপি ছোট মনির

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির বলেছেন, নেতা হওয়ার আগে প্রত্যেককে যোগ্য কর্মী হতে হবে। যোগ্য কর্মী থেকে নেতা হলেই কেবল সঠিক নেতৃত্ব দেওয়া সম্ভব। যোগ্য কর্মীই নেতা হওয়ার প্রথম শর্ত।


তিনি বলেন, যারা দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে তারা দলের জন্য ক্ষতিকর। তিনি দলকে শক্তিশালী করতে ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এমপি ছোট মনির আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।

বিশ্ব নেতৃত্ব দেশরত্ন শেখ হাসিনাকে তাদের নেত্রী মনে করে- এটা আমাদের জন্য গর্বের। রোববার(১০ অক্টোবর) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


স্থানীয় আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন, ভূঞাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক। সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল।


দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম-সম্পাদক মো. মিনহাজ উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. নার্গিস বেগম, সাহিনুল ইসলাম তরফদার বাদল।


অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অলোয়া ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ, নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভিরুল ইসলাম হিমেল, অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদল প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ আমান উল্লাহ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno