আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১২:১৩

রাত পোহালেই ঈদ

 

দৃষ্টি নিউজ:

রাত পোহালেই বাংলাদেশে ‘ঈদুল আজহা’ উদযাপিত হবে। আরবি জিলহজ মাসের ১০ তারিখের দিনটি ‘ঈদুল আজহা’ হিসেবে নির্ধারিত। তাই জিলহজের চাঁদ ওঠার পর বলেই দেওয়া যায়, কবে হচ্ছে ঈদুল আজহা।

পবিত্র হজও পালিত হয়েছে শুক্রবার। এখন অপেক্ষা কেবল রাত পোহাবার। ভোর হলেই ১০ই জিলহজ, রোববার পবিত্র ঈদুল আজহা।


মহান আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্য দিয়ে দেশের মুসলিম সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘ঈদুল আজহা’ উদযাপন করবে। ঘরে ঘরে ত্যাগের আনন্দে মহিমান্বিত হবে মন-প্রাণ।

এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।


প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) তাঁর শেষ বয়সে জন্মগ্রহণ করা একমাত্র ছেলে হজরত ইসমাইলকে (আ.) আল্লাহ’র নির্দেশেই কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কঠিন এ পরীক্ষায় উত্তীর্ণ হতে দেখে, পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি বেহেশতি দুম্বা কোরবানি হয়ে যায়।

হজরত ইব্রাহিম (আ.)-এর সেই ত্যাগের মহিমার কথা স্মরণ করে মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পরের দুই দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজ তারিখেও পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে।


এদিন সকালেই ধর্মপ্রাণ মুসল্লিরা নিকটস্থ ঈদগাহ বা মসজিদে যান ঈদুল আজহার দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করতে। এখানে খতিব ঈদুল আজহার নামাজের খুতবায় তুলে ধরবেন কোরবানির তাৎপর্য।

এরপর হজরত ইব্রাহিম (আ.)-এর মহান আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজের ভেতরের বা নিজের আত্মার পশুত্বকে পরিহার করা ও আল্লাহর অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করবেন। এভাবেই সারা বিশ্বের মুসলমানদের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন।


রাজধানীসহ সারাদেশে ঈদুল আজহার নামাজের জামাত সমূহ প্রধানত উন্মুক্ত ঈদগাহ ময়দানে এবং যেখানে ঈদগাহ নেই সেসব এলাকায় স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হবে। রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে।

দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এখানে ঈদের জামাতে রাষ্ট্রপতি আবদুল হামিদসহ সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাসহ সমাজের বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত থাকবেন। জাতীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

এখানে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায় করার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন। এ ঈদগাহে মুসল্লিদের মাস্ক পরিধান করে ঈদগাহে আসতে অনুরোধ জানানো হয়েছে।


জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা এই জামাতে অংশ নেবেন।


প্রতিবছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররমে সকাল থেকে পর্যায়ক্রমে পাঁচটি জামাত হবে।

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। দ্বিতীয়টি সকাল ৮টায়, তৃতীয়টি সকাল ৯টায়, চতুর্থটি সকাল ১০টায় এবং পঞ্চম ও সর্বশেষ ঈদের জামাত হবে বেলা পৌনে ১১টায়। ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno