আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১১:১৬

রান ডেভেলপমেন্ট সোসাইটির পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

 

ধনবাড়ী সংবাদদাতা:

টাঙ্গাইলের ধনবাড়ী নওয়াব রয়েল রিসোর্ট সেন্টারে রান ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে মঙ্গলবার(১১ ফেব্রুয়ারি) সকালে পাঁচ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণে জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়া ও চট্টগ্রাম এ পাঁচ জেলার অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষক অংশ গ্রহন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে খন্দকার মোস্তাফিজুর ইসলাম জীবনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার মো. ইকবাল হোসেন, রান ডেভেলপমেন্ট সোসাইটির কনসালটেন্ট এসএম শফিকুল আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রান ডেভেলপমেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম তালুকদার নিকসন। এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে রান ডেভেলপমেন্ট সোসাইটির মহাসচিব মো. ইলিয়াস রাজ, নির্বাহী সদস্য মো. শাফিকুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষক হিসেবে রয়েছেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কনসালটেন্ট ডা. ওয়াহেদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- আইরিন লাকী।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno