আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৪:২৫

রাস্তায় বেরিকেডে জনদুর্ভোগ বাড়ছে!

 

দৃষ্টি নিউজ:

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে লক ডাউনের নামে টাঙ্গাইল জেলার বিভিন্ন পাড়া-মহল্লার প্রবেশ পথে বেরিকেড সৃষ্টি করায় জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। ওই বেরিকেড রোগী আনা-নেয়া, আগুন নেভানো সহ জরুরি কাজে মারাত্নক বিঘ্ন ঘটাচ্ছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে টাঙ্গাইলের বিভিন্ন পাড়া-মহল্লার রাস্তা অতিউৎসাহী কিছু লোক বেরিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। ফলে অগ্নিকান্ডসহ যেকোন দুর্ঘটনায় দ্রুত ঘটনাস্থলে সঠিক সময়ে পৌঁছানো সম্ভব হচ্ছেনা।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে জনসাধারণও বাইরে যেতে না পারায় ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি আরো বলেন, সরকারের দায়িত্বশীল বিভিন্ন সংস্থা রাত-দিন করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। অতিউৎসাহীদের এহেন কর্মকান্ড মোটেও কাম্য নয়। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সম্প্রতি এ ধরণের সমস্যার সম্মুখীন হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno