আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৫৫

রূপা হত্যায় ডেথ রেফারেন্স হাইকোর্টে

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ঢাকার আইডিয়াল ল’ কলেজের ছাত্রী জাকিয়া সুলতানা রূপা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত চারজনের ডেথ রেফারেন্স (মৃত্যুদন্ড নিশ্চিতকরণ) হাইকোর্টে এসে পৌঁছেছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিষয়টি হাইকোর্টে স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এরই মধ্যে রূপা হত্যা মামলার প্রয়োজনীয় নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছেছে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি এ মামলায় চারজনের ফাঁসি ও একজনের ৭ বছরের দন্ড দিয়েছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এক নম্বর আদালতের বিচারক আবুল মনসুর মিয়া।
দন্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন, বাসটির হেলপার শামীম (২৬), আকরাম (৩৫) ও জাহাঙ্গীর (১৯) এবং চালক হাবিবুর (৪৫)। ৭ বছরের দন্ডপ্রাপ্ত হচ্ছেন, বাসের সুপারভাইজার সফর আলী (৫৫)।
প্রকাশ, ২০১৭ সালের ২৫ আগস্ট ছোঁয়া পরিবহনের বাসে বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন রূপা। এসময় তাকে চলন্ত বাসে গণধর্ষণের পর হত্যা করে বাস শ্রমিকরা। পরে মরদেহ মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় ফেলে দেয়া হয়।
এ ঘটনায় মামলা দায়ের করা হলে গ্রেপ্তার বাসটির হেলপার শামীম, আকরাম, জাহাঙ্গীর এবং চালক হাবিবুর ও সুপারভাইজার সফর আলী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
পরে চার্জশিট দায়েরের পর সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে গত ১২ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno