আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  বিকাল ৩:৫৮

র‌্যাবের পৃথক অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের আশেকপুর ও নগর জালফৈ বাইপাসে মঙ্গলবার(৭ জুন) বিকালে পৃথক অভিযান চালিয়ে ৪০৪ বোতল বিক্রি নিষিদ্ধ ফেনসিডিল সহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২। র‌্যাব-১২ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।


র‌্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার সাড়ে ৬টার দিকে আশেকপুর ও বিকাল সাড়ে ৫টার দিকে নগর জালফৈ বাইপাসে পৃথক অভিযান চালায়।

আশেকপুর বাইপাসের অভিযানে ২৯৩ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল ও পিকআপ ভ্যান সহ দুই জন এবং নগর জালফৈ বাইপাসের অভিযানে ১১১ বোতল ফেনসিডিল ও নগদ ৮০০ টাকা সহ দুই জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন- রংপুর জেলার গঙ্গাচড়া থানার বড়রুপাই গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে প্রদীপ চন্দ্র রায়(৪১) ও একই জেলার হারাগাছ থানার হরিরম্বল গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. জাহিদ হাসান(২৫) এবং দিনাজপুর জেলার বিরামপুর থানার চাঁদপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মো, আব্দুল ওয়াদুদ(৪৭) ও একই জেলার হাকিমপুর থানার বৈগ্রামের মো. আসমান আলীর ছেলে মো. মশিউর রহমান(৩০)।


র‌্যাব-১২ আরও জানায়, আটককৃতদের নামে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno