আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১২:৫১

লকডাউনের নামে চাঁদাবাজির অভিযোগে ৪ ব্যক্তি গ্রেপ্তার

 

গোপালপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের গোপালপুরে লকডাউনের নামে রাস্তা অবরোধ করে পণ্যবাহী যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বৃহস্পতিবার(৯ এপ্রিল) দ্রুত বিচার আইনে গোপালপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, হেমনগর ইউনিয়নের সোনামুই গ্রামের আক্তার হোসেন (৪১), আবু হানিফ (৩৫), মো. ইসমাইল (২৮) ও মো. রফিকুল (২৭)।

গোপালপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশের টেলিসেবা কেন্দ্র ৯৯৯ থেকে বুধবার(৮ এপ্রিল) রাতে জানানো হয়- ‌‘ভূঞাপুর-তারাকান্দি সড়কের সোনামুই বাজার এলাকায় কিছু লোক পণ্যবাহী গাড়ি থামিয়ে চাঁদাবাজি করছে’।

খবর পেয়ে গোপালপুর থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে চাঁদা তোলার সময় হাতেনাতে চারজনকে গ্রেপ্তার করে। পরে বৃহস্পতিবার গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আক্তারুজ্জামান বাদি হয়ে ওই চারজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তারা চাঁদাবাজির কথা স্বীকার করেছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno