আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:৫৬

লকডাউনে দোকান খোলা রাখায় ৯ ব্যবসায়ীর জরিমানা

 

দৃষ্টি নিউজ:

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সপ্তাহব্যাপী সর্বাত্মক লকডাউনে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে বৃহস্পতিবার(১৫ এপ্রিল) দুপুরে ৯ ব্যবসায়ীকে ১৩ হাজার ৭০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত শহরের জেলা সদর রোড, বটতলা, তালতলা ও

সন্তোষ বাজার ও চারাবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম সর্বসাধারণকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno