আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ১০:৪২

শহীদ জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালিত

 

‌দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সাবেক ছাত্রনেতা মির্জা আবু রায়হান খান জগলুর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) শহীদ জগলুর পরিবার, জেলা বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা তার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন ও মোনাজাতের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করে।


এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলার আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, কাজী শফিকুর রহমান লিটন, অমল ব্যানার্জী, দেওয়ান শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, ১৯৮৭ সালের ৮ ফেব্রুয়ারি স্বৈরশাসক এরশাদের শাসনামলে বাস ভাড়া বাড়ানোর প্রতিবাদে টাঙ্গাইল শহরের পুরাতন আদালত রোডে আন্দোলনরত জনতার ওপর পুলিশ গুলিবর্ষণ করে। এ আন্দোলনের অন্যতম তৎকালীন ছাত্রনেতা মির্জা আবু রায়হান জগলু পুলিশের গুলিতে নিহত হন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno