আজ- ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৮:২৬

শোকাবহ আগস্টে সরকারি এমএম আলী কলেজে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার(১৪ আগস্ট) কলেজ অডিটরিয়ামে ‘জাতির পিতার নৃশংস হত্যাকান্ড ঃ একটি ঐতিহাসিক পর্যালোচনা’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।


কলেজের অধ্যক্ষ প্রফেসর শহীদুজ্জামান মিয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য খান আহমেদ শুভ এমপি। মুখ্য আলোচক হিসেবে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন- এফবিবিসিআই’র পরিচালক ও আওয়ামী লীগ নেতা আবু নাসের।


মূল প্রবন্ধ উপস্থাপন করেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান প্রফেসর আএ শেখ আছরারুল হক চিশতি।


সেমিনারে বিশেষ অতিথি ছিলেন- কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বেল্লাল হোসেন ও হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর মুহাম্মদ মাহবুবুর রহমান। আলোচক ছিলেন প্রফেসর খন্দকার আরিফ মাহমুদ, খন্দকার আনিসুর রহমান ও মুহাম্মদ নূর-এ-আলম।


সেমিনারে বক্তব্য রাখেন, সখীপুর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডা. জাকিয়া ইসলাম যুথি, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, কলেজ ছাত্র সংসদের ভিপি শফিউল আলম মুকুল ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক তানভীরুল হিমেল প্রমুখ।


অনুষ্ঠান সঞ্চালনা করেন- কলেজের শিক্ষিকা তাহমিনা জাহান। এসময় কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, টাঙ্গাইলের কাগমারীতে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৫৭ সালে এমএম আলী কলেজ প্রতিষ্ঠা করেন। পরে ১৯৭৫ সালের ১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজটি জাতীয়করণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno