আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১০:১০

সখীপুরে চার দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদা ও বেতন-স্কেল উন্নতীকরণসহ চার দফা দাবিতে দিনব্যাপি কর্মবিরতী কর্মসূচি পালন করেছেন। সোমবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৪জন স্বাস্থ্য সহকারী এ কর্মসূচিতে অংশ নেন।
মো. কামাল হোসেনের সভাপতিত্বে স্বাস্থ্য সহকারী ইনর্চাজ আবু তালেব মিয়া, স্বাস্থ্য পরির্দশিকা ইনর্চাজ পরিমল চন্দ্র দাস, মো. সাইদুল ইসলাম, আব্দুল আউয়াল, জিএম জাহিদ হোসেন, শিউলী বণিক, লোকমান হোসেন, রিনা আক্তার প্রমূখ বক্তব্য দেন।
এ সময় তারা স্বাস্থ্য সহকারীদের বর্তমান পদকে দ্বিতীয় শ্রেণিতে টেকনিক্যাল পোস্টে উন্নতী করা, বেতন স্কেল ১৬ থেকে ১৪ তে উন্নতীকরণ, জনসংখ্যা অনুপাতে প্রতি ৬ হাজারে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ, স্বাস্থ্য সহকারীদের মূল বেতনের ৩০ শতাংশ ঝুঁকিভাতা ও নিয়োগের ক্ষেত্রে পোষ্য কোটা প্রণয়ন করার দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno