আজ- ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:০৮

সখীপুরে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ গ্রেপ্তার

 

দৃষ্টি নিউজ:

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান কাজী আশরাফ সিদ্দিকীকে অর্থ কেলেঙ্কারি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার(২১ অক্টোবর) সকালে সখীপুর উপজেলার তক্তারচালা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তিনি ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।


সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ শাহিনুর রহমান জানান, জাপা নেতা কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে দু’টি মামলায় ৬ মাসের কারাদন্ডের পরোয়ানা জারি ছিল। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।


ওসি আরও জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করা হয়। দুটি মামলাই ঢাকার আদালতে দায়ের করা। ওই দুই মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।


প্রসঙ্গত, টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাসিন্দা কাজী আশরাফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে দুইবার টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি সখীপুর উপজেলা থেকে উপজেলা পরিষদ নির্বাচনেও অংশ নিয়েছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno