আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ৯:৫৪

সখীপুরে স্বর্ণের দোকানে তালা ভেঙে চুরি!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর উপজেলা সদরে মঙ্গলবার (৪ মে) রাতে দোকান ঘরের তালা কেটে মুসলিম জুয়েলার্সের প্রায় অর্ধকোটি টাকার সোনা-রূপা ও সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স চুরি হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পৌরশহরের প্রাণকেন্দ্রে এ ধরণের চুরির ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জুয়েলার্সের মালিক মো. সাইফুল ইসলাম বলেন, রোজা থাকায় মঙ্গলবার বিকাল চারটার দিকে দোকান তালাবদ্ধ করে ইফতার করতে কর্মচারীদের নিয়ে বাসায় চলে যান। পরদিন বুধবার সকাল ১০টার দিকে দোকানঘর খুলতে এসে তালা কাটা অবস্থায় দেখতে পান।

তিনি জানান, তার দোকান ঘরে থাকা প্রায় ৬০ ভরি স্বর্ণ এবং ৩৫০ ভরি রূপা এবং সিসি ক্যামেরার কন্ট্রোলবক্স চুরি হয়েছে।

সখীপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন উদ্বেগ প্রকাশ করে বলেন, শহরের জনবহুল জায়গায় এ ধরণের চুরির ঘটনা ব্যবসায়ীদের মনে ভীতির সৃষ্টি করেছে।

সখীপুর থানার ওসি তদন্ত এএইচএম লুৎফুল কবির জানান, এখনও এ বিষয়ে থানায় কোন অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno