আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সন্ধ্যা ৬:০৪

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার প্রদান

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর শ্বাসকষ্ট মোকাবেলায় ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন ইঞ্জিনিয়ার আতাউল মাহমুদ।

বৃহস্পতিবার(৫ আগস্ট) বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সোবহানের হাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এবং ম্যাক্স গ্রুপের সৌজন্যে প্রদত্ত এসব সিলিন্ডার ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় সখীপুর উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত সিকদার, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ টাঙ্গাইল উপকেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ইকবাল মাহমুদ,

সাধারণ সম্পাদক খন্দকার সৈয়দ আল খালিদ স্বপন, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.নাজমুল হাসান মাসুদ রানা, বিআরডিবি’র ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা সোহেল রানা, ছাত্রনেতা আহমেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে তিনি করোনা ভয়াবহতা রোধে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ১৫টি এবং বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno