আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  বিকাল ৫:৪৯

‘সবার জন্য পর্যাপ্ত- পুষ্টিকর খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই’

 

দৃষ্টি নিউজ:

‘সবার জন্য পর্যাপ্ত- পুষ্টিকর খাদ্য চাই ও খাদ্য অধিকার আইন চাই’ স্লোগানে টাঙ্গাইলে বিশ্ব খাদ্য দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার(১৬ অক্টোবর) সকালে খাদ্য অধিকার বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের সামনে গিয়ে শেষ হয়।

খাদ্য অধিকার বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরানী প্রামানিক, বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে, জেলা সিনিয়র স্বাস্থ কর্মকর্তা মঞ্জুর হাসান তালুকদার প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno