আজ- ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  সকাল ১০:৩৩

সাসেক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

 

দৃষ্টি নিউজ:

জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে সাসেক সংযোগ সড়ক প্রকল্পের আওতায় মহাসড়ক নির্মাণের জন্য অধিগৃহীত ভূমি এবং ভূমির উপরিস্থ অবকাঠামোর ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতি পূরণের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(১২ মার্চ) সকালে মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়ন ভূমি অফিসে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করা হয়।

জানাগেছে, সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনোমিক কো-অপারেশন(সাসেক) সংযোগ সড়ক প্রকল্পের আওতায় মহাসড়কে চেইনেজ ২৫+০৩৫ কিমি থেকে চেইনেজ ৩৬+৯০০ কিমি পর্যন্ত অধিগৃহীত ভূমি এবং ভূমির উপরিস্থ অবকাঠামোর ক্ষতিগ্রস্ত মালিকদের ২৫টি চেকের মাধ্যমে ১৫ কোটি এক লাখ ১৬ হাজার ৪৮৬ টাকা বিতরণ করা হয়।

ওই চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক, সাসেক প্রকল্পের ব্যবস্থাপক খুরশিদ আলম প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno