আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১০:২০

সড়ক বিভাজনে ধাক্কা লেগে মাইক্রোবাস চালক নিহত

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গুল্লা বাসস্ট্যান্ডে রোববার(৬ মার্চ) ভোরে আইল্যান্ডের(সড়ক বিভাজন) সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক নিহত হয়েছেন। এঘটনায় তিন যাত্রী আহত হয়েছেন।

নিহত ওই চালক কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের শিহরাইল গ্রামের করিম ড্রাইভারের ছেলে মো. শাহজালাল (২৩)। দুর্ঘটনায় আহত তিন ব্যক্তির নাম-ঠিকানা পাওয়া যায়নি।


কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নের ৯নং ইউপি সদস্য মো. ফরমান আলী জানান, শাহজালাল শনিবার(৫ মার্চ) বিকালে এয়ারপোর্ট থেকে বিদেশি যাত্রী নিয়ে আসার পর সারাদিন বাড়িতে নতুন ঘর দেওয়ার কাজ করেন।

রোববার শেষ রাতে শিহরাইল থেকে বল্লায় যান। সেখান থেকে বিদেশি যাত্রী নিয়ে ঢাকাস্থ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশে যাত্রা করেন। পথিমধ্যে মির্জাপুর উপজেলার গুল্লা বাসস্ট্যান্ডে এলাকায় আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। তার ধারণা, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


মৃত্যুকালে শাহজালাল স্ত্রী, দুই বোন, তিন ভাই, বাবা মাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। শাহজালাল ১৪ মাস আগে কালিহাতী উপজেলার রোয়াইল গ্রামে বিয়ে করেন।


গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক জানান, দুর্ঘটনায় নিহত মাইক্রোবাস চালকের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া তিন যাত্রী সামান্য আহত হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno