আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১১:১৩

হজ্বের টাকায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

 

ঘাটাইল সংবাদদাতা:

টাঙ্গাইলে হজ্বে যাওয়ার টাকা ব্যয় করে খাদ্য সামগ্রী নিয়ে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন হারুন অর রশিদ খান নামে এক ব্যক্তি।

ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেক খানের ছেলে মো. হারুন অর রশীদ খান স্থানীয় মসজিদের ইমামদের মাধ্যমে কর্মহীন মানুষের তালিকা করে তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন।

ইতোমধ্যে তিনি ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের ৭ হাজার কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, আটা, আলু, তেল, লবণ ও সাবান পৌঁছে দিয়েছেন।

হারুন অর রশিদ খান বলেন, আমার মা, স্ত্রী ও দুই সন্তানসহ এ বছর পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য পাসপোর্ট করে টাকা জমা দিয়েছিলাম। এরই মধ্যে করোনার ভয়াবহ থাবা বিশ্বকে তছনছ করে দেয়। আমার মায়ের নির্দেশে হজ্বের সেই টাকাগুলো উত্তোলন করে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছি। তিনি বলেন, আমি মনেকরি হজ্বের চেয়ে এই কাজটা জরুরি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno