আজ- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সকাল ৮:০০

হট লাইনে ফোন দিলেই খাদ্য সামগ্রী পৌঁছে যাচ্ছে বাড়ি!

 

নাগরপুর সংবাদদাতা:

নাগরপুর উপজেলার নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর সমস্যার কথা বিবেচনা করে ‘জরুরি সেবা নম্বর ০১৭০৪৭৭১৭০৮’ চালু করেছে।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নিম্ন মধ্যবিত্তদের কথা ভেবে তাদের সাহায্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর পরামর্শে উপজেলা প্রশাসন এ হট লাইন সেবা সার্ভিস চালু করেছে।

ওই হট লাইনে ফোন দিয়ে যারা খাদ্য সহায়তা প্রত্যাশা করছেন মুহুর্তেই তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

এ হট লাইন জরুরি সেবা চালু হওয়ার পর থেকে ০১৭০৪৭৭১৭০৮ নম্বরে উপজেলার নিম্ন মধ্যবিত্ত পরিবারের সম্মানিত নাগরিকরা ফোন করলে সকলের অগোচরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জরুরি এ সেবা গ্রহণকারীদের সকল প্রকার পরিচয়ও গোপন রাখা হচ্ছে।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, হট লাইন চালু করার পর থেকে আমরা প্রচুর ফোন কল পেয়েছি। এর মধ্যে চিকিৎসা প্রার্থীর চেয়ে খাদ্য সহায়তা প্রার্থীই বেশি। আমরা সামর্থ অনুযায়ী পর্যায়ক্রমে সকলের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি।

তিনি বলেন, সমাজের মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত পরিবারগুলো অর্থকষ্টে ভুগলেও পারিবারিক ও সামাজিক সম্মানের কারণে তাঁরা সাহায্য নিতে দ্বিধা করেন। তাঁদের এই আত্মসম্মানবোধের প্রতি সম্মান দেখিয়ে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর পরামর্শে এ জরুরি সেবা চালু করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno