আজ- ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  দুপুর ১:১৭

হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আওতায় ৫০ দিনব্যাপী বৃত্তিমূলক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার সোমবার(১৮ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।টাঙ্গাইল সরকারি শিশু পরিবার (বালক) মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির আয়োজন করা হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, টাঙ্গাইল সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক মো. শাহ-আলম, টাঙ্গাইল জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি মো. আনিসুর রহমান, টাঙ্গাইল অগ্রণী ব্যাংক লিমিডেটের প্রিন্সিপাল অফিসার মো. ইউসুফ খান, দেলদুয়ার উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মোবারক হোসেন, ঘাটাইল উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা আসাদুল ইসলাম, বাসাইল উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা নূরেই লায়লা, টাঙ্গাইল লাইট হাউস এর কর্মকর্তা কাজী জাকির হায়দার প্রমুখ।

হিজড়া জনগোষ্ঠী নিয়ে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সারাদেশে সমাজসেবা অফিসের মাধ্যেমে কর্মসংস্থান করে দিচ্ছে। টাঙ্গাইল সমাজসেবা কার্যালয়ের হিজড়াদের বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে কাজের আওতায় এনে স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করে দিচ্ছে।

টাঙ্গাইলে হিজড়া জনসংখ্যা রয়েছে ১৭২ জন। প্রথম পর্বে সমাজসেবা কার্যালয় ৫০ জন হিজড়াদের ৫০ দিনের প্রশিক্ষণ দিচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক হিজড়া সরকারি দশ হাজার টাকা করে ভাতা পাবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno