আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৮:০৬

হিন্দুদের উপর হামলার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ

 

দৃষ্টি নিউজ:

সম্প্রতি দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা-নির্যাতন, মন্দির, বসত বাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও অগ্নি সংযোগের প্রতিবাদে টাঙ্গাইলে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুব মহাজোট ও ছাত্র মহাজোট ওই কর্মসূচি পালন করে।


শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধনে মিলিত হয়।


মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট টাঙ্গাইল জেলা শাখা সভাপতি বিপ্লব দত্ত পল্টন, নির্বাহী সভাপতি গৌতম কর্মকার, সাধারণ সম্পাদক দিলিপ কুমার রনজিত, সাংগঠনিক সম্পাদক চন্দন সূত্রধর, প্রচার সম্পাদক অন্তু দাস হৃদয়, টাঙ্গাইল শহর শাখার সভাপতি রবিন বিশ্বাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান কৃষ্ণ পাল প্রমুখ।


বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে একটি সাম্প্রদায়িক গোষ্ঠি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে। অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতারা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno