আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সকাল ১০:১৯

হেযবুত তওহীদ জোড়াখুনের বিচার চায়

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদ নোয়াখালীর সোনামুড়িতে তাদের দুই সদস্যকে হত্যা, বাড়ি-ঘরে লুটপাট, অগ্নিসংযোগে জড়িত আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার(১৮ মার্চ) টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি আডেটরিয়ামে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

হেযবুত তওহীদ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, নোয়াখালীর সোনামুড়িতে তাদের দুই সদস্যকে হত্যাকান্ডের পাঁচ বছর পেরিয়ে গেলেও অপরাধীদের বিচার হয়নি।

হামলার ঘটনায় জড়িত থাকা আসামি ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক দলগুলোর আশ্রয়- প্রশ্রয়ে নির্বিঘেœ ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের গ্রেপ্তার করছে না।

তিনি আভিযোগ তুলে বলেন, হেযবুত তওহীদের ইমামের বাড়িতে হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং বর্তমানে যারা হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা হ্যান্ডবিল বিতরণ করছে তাদেরকে আইনের আওতায় আনা জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গত ২৬বছরে একটি ধর্মব্যবসায়ী উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠী হেযবুত তওহীদের সদস্যদের উপর ৪০০বারেরও বেশি হামলা করেছে।

এর মধ্যে ২০১৬ সালের ১৪ মার্চ সবচেয়ে ভয়াবহ পৈশাচিক হামলা হয়। সেদিন নোয়াখালীর সোনামুড়িতে হেযবুত তওহীদের এক ইমামের বাড়িতে নির্মাণধীন মসজিদকে গির্জা বলে গুজব রটিয়ে ধর্মব্যবসায়ী শ্রেণি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে।

হামলা, জ¦ালাও- পোড়াও চালিয়ে হেযবুত তওহীদের দুজন সদস্যকে হত্যা করে পেট্রোল ঢেলে লাশ পুড়িয়ে দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এনামুল হক বাপ্পা সহ স্থানীয় নেতৃবৃন্দ অংশ নেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno