আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ১২:০৫

২০২৪ সালে সরকারি ছুটি ২২ দিন

 

দৃষ্টি নিউজ:

চলতি বছরের মতো আগামি ২০২৪ সালেও দেশে ২২ দিন সরকারি ছুটির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।


সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে বলেন, প্রতি বছরের শেষদিকে পরবর্তী বছরের ছুটির তালিকা করা হয়। আগামি বছরের ছুটির তালিকা মন্ত্রিসভা অনুমোদন করেছে। ২০২৪ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে দুটি ছুটির দিন শুক্রবারে পড়েছে। ধর্মীয় কারণে ঐচ্ছিক ছুটিও থাকবে।


তিনি বলেন, ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি ছিল। তার মধ্যে আট দিনের ছুটি শুক্র ও শনিবারে পড়েছিল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno