আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  রাত ৯:২৭

২৬ দোকানের বর্ধিতাংশ গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা সদরের মসজিদ মার্কেটের ৭২টি দোকানের মধ্যে ২৬টির বর্ধিতাংশ ভেঙে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার(১৩ ফেব্রুয়ারি) বিকালে সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান চালায়।


এ সময় টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র তানভীর হাসান নোমান সহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, জেলা সদরের মসজিদ মার্কেটের বিভিন্ন ব্যবসায়ী দোকানের সামনে স্থাপনা নির্মাণ করে অবৈধভাবে বর্ধিত করায় জেলা সদরে নিয়মিত যানজট হচ্ছিল।

রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বিষয়টি উত্থাপনের পর ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ২৬টি দোকানের বর্ধিত স্থাপনা ভেঙে দেওয়া হয় এবং অন্যদেরকে অবৈধ অংশ নিজ উদ্যোগে সরিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno