আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:১১

২৬ বছর বয়সেই অবসর!

 

দৃষ্টি স্পোর্টস:


২০১৫ সালের বিশ্বকাপে খেলেছেন ম্যাট মাচান। সামনে ছিল নিজেকে রাঙিয়ে নেওয়ার আরও উপলক্ষ। কিন্তু বাধা হয়ে দাঁড়াল ইনজুরি। কব্জির চোটটা এতটাই গুরুতর যে, ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানাতে হলো তাকে মাত্র ২৬ বছর বয়সে! স্কটল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম করা এই ব্যাটসম্যান শুক্রবার(২৮ জুলাই) সব ধরনের ক্রিকেট থেকে দিয়েছেন অবসরের ঘোষণা।
২০১৫ বিশ্বকাপের পর স্কটল্যান্ডের জার্সিতে ২০১৬ সালের বিশ্ব টি-টোয়েন্টিতেও খেলেছেন মাচান। ২০১৩ সালে আন্তর্জাতিক অভিষেকের পর ২৩ ওয়ানডের সঙ্গে খেলেছেন ১৩ টি-টোয়েন্টিতে। সংখ্যাটা আর বাড়তে দিল না ঘাতক চোট। কব্জির চোটটা মারাত্মক আকার ধারণ করায় ডাক্তার ক্রিকেট না খেলার পরামর্শ দেন মাচানকে। সাসেক্সের এই ব্যাটসম্যান খেলোয়াড়ি জীবনের ঝুঁকি আর নেননি, বিদায় জানিয়ে দেন ক্রিকেটকে। অবসরের ঘোষণায় মাচান বলেছেন, ‘ডাক্তারের পরামর্শের পর আমার শরীরের দিকটাকেই বেশি গুরুত্ব দিয়েছি। আর কখনও খেলতে পারব না ভাবতেই ভীষণ কষ্ট হচ্ছে আমার।’

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno