আজ- ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  ভোর ৫:৩২

ধনবাড়ীতে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষকের দন্ড

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-fol-48
টাঙ্গাইলের ধনবাড়ীতে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবারহের দায়ে দুই শিক্ষককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, উপজেলার নরিল্যা বালিকা উচ্চবিদ্যালয়ের ইংরেজি শিক্ষক আল-আমিন এবং একই দ্যিালয়ের শিক্ষক মনোয়ার হোসেন। তাদের মধ্যে আল-আমিনকে এক মাসের কারাদন্ড ও মনোয়ার হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার স্বপ্না। রোববার(৬ নভেম্বর) বিকালে
জানা যায়, রোববার জেএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে উপজেলার ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে নকল সরবারহের দায়ে ওই দুই শিককে জেল-জরিমানা করা হয়। ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা রিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno