আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:৩৩

টাঙ্গাইলে সম্মানী ভাতার দাবিতে ভাইস চেয়ারম্যানদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

dristy-pic-10টাঙ্গাইলে সম্মানী ভাতা, ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নের দাবিতে রোববার(২০ নভেম্বর) মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা।

টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন উপজেলা থেকে সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা অংশ নেন। সকাল ১০টা থেকে ১২টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধনে জেলার ১২টি উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের ৩৯ জন মহিলা সদস্য উপস্থিত ছিলেন। এ সময় সম্মানী ভাতা, ন্যায্য অধিকার ও যথাযথ মূল্যায়নের দাবিতে বক্তব্য রাখেন, ভুঞাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য শাহিনা খাতুন, নাগরপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য লায়লা আলিম, মির্জাপুর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য নাছিমা সিদ্দিকা প্রমুখ।

এ সময় বক্তারা জানান, নির্বাচনের পর থেকে গত দেড় বছরে তাদের কোন সম্মানীভাতা দেয়া হয়নি, উপজেলা পরিষদে বসার ব্যবস্থা করা হয়নি এবং আসছে জেলা পরিষদ নির্বাচনেও তাদের ভোটার করা হয়নি। তারা এসবের সমাধান চান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno