আজ- ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ৭:০৭

টাঙ্গাইলকে আগামি জুনে স্কাউট জেলা ঘোষণা করা হবে :: জেলা প্রশাসক

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলকে আগামি জুন মাসের মধ্যে স্কাউট জেলা ঘোষণা করা হবে এবং সে লক্ষ্যেই কার্যক্রম চলছে বলে জানান, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বৃহস্পতিবার(১ মার্চ) বিকালে জেলা স্কাউট ভবনে পাঁচ দিনব্যাপী স্কাউট লিডার বেসিক কোর্সের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।                                                                  জেলা স্কাউটের সহ-সভাপতি ও কোর্স পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা স্কাউটের সহ-সভাপতি জাফর আহমেদ, কমিশনার ওয়াজেদ আলী খানসুর, সাধারণ সম্পাদক শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
বেসিক কোর্সে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলার ১২টি উপজেলার ইউএনও, শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকসহ ৪৫ জন অংশ নিচ্ছেন।
জেলা স্কাউট কর্তৃপক্ষ জানান, স্কাউট জেলা ঘোষণার লক্ষ্যে এর আগে ১৭টি বেসিক কোর্স এবং মেয়েদের উপ-দলনেতা তৈরির জন্য দুটি কোর্স সম্পন্ন করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno