আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  বিকাল ৪:২৯

চাকুরি স্থায়ীকরণের দাবিতে বিশ্ববিদ্যালয় কর্মচারীদের অবস্থান কর্মসূচি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারীরা চাকুরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে।

সোমবার(২৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই অবস্থান কর্মসূচি পালন করা হয়।

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ আল মামুন ও এসএম মাহফুজুর রহমান। বক্তারা বলেন, আমরা দীর্ঘ ২২ মাস যাবৎ এডহক ভিত্তিতে চাকুরিতে রয়েছি।

বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাকুরি স্থায়ীকরণের দাবি জানালেও বার বার আশ্বস্ত করা হয়েছে। কিন্তু উল্লেখ্যযোগ্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

উল্লেখ্য, বিগত ২০১৯ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অফিসের জনবলের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন পদে এডহক ভিত্তিতে ২২ জনকে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno