আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:৪২

টাঙ্গাইলে করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ২১০

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও করোনা উপসর্গ নিয়ে দুইজন মৃত্যুবরণ করেছেন।

এছাড়া ৮১৮টি নমুনা পরীক্ষায় ২১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৫ দশমিক ৬৭ শতাংশ। শুক্রবার(৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ পর্যন্ত জেলায় ১৪ হাজার ৭১৪ জনের করোনা শনাক্ত এবং মোট ২২৪ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ হাজার ২৯৯ জন।

সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান আরও জানান, জেলায় করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীরা সবাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি সবাইকে টিকা নেওয়ার অনুরোধ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno