আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  সন্ধ্যা ৭:২২

এলেঙ্গায় পঁচা খেজুর মজুদ রাখায় দেড় লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বুধবার(২৮ এপ্রিল) সন্ধ্যায় অভিযান চালিয়ে পাঁচ বস্তা মেয়াদোত্তীর্ণ পঁচা খেজুর উদ্ধার করেছে র‌্যাব।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা হচ্ছেন- এলেঙ্গা পৌরসভার রবি চন্দ্র সাহার ছেলে বুদ্ধু চন্দ্র সাহা(২৬), টাঙ্গাইল সদর উপজেলার মো. ফজলু মিয়ার ছেলে সাইফুল মিয়া(৪০), এলেঙ্গা পৌরসভার আন্তাজ আলীর ছেলে ফয়সাল(২০), রাজাবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে সবুজ(৩০) ও বানিয়াবাড়ি গ্রামের স্বর্গীয় পলান দাসের ছেলে খুশী মোহন দাস(৫৮)।

র‌্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেত্বাধীন একদল র‌্যাব গোপনে খবর পেয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ডে ফলমূলের দোকানে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ পাঁচ বস্তা পঁচা খেজুর জব্দ করা হয়।

পরে কালিহাতী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত পঁচা খেজুর রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ

আইন-২০০৯ এর ৪১, ৪২ এবং ৪৫ ধারায় পাঁচ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পাঁচ বস্তা পঁচা খেজুর স্থানীয় পুংলি নদীতে ফেলে দেওয়া হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno